https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৮

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলপন্থি মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেট ভোটে নির্বাচিত হয়েছেন মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেটে এ ভোট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, মার্কো সর্বসম্মতভাবে সিনেটে ৯৯-০ ভোট পেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ভোটের পর সাংবাদিকদের রুবিও বলেছেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ভালো অনুভব করছেন।

তিনি জানান, এটি তাঁর জন্য ‘বিশাল সম্মানের’ বিষয়।একই দিন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাঁকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং ফাস্ট লেডিরা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো..