https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫

ম্যাচে হেরে গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের মারলেন উরুগুয়ের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার এবারের আসরের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে এবারের আসরে শিরোপার দাবিদার ছিল দলটি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে জায়গা করে নেন লুইস সুয়ারেজরা। তবে শেষ চারের লড়াইয়ে এসে পারলেন ভালভার্দেরা, কলম্বিয়ার কাছে হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। হতাশাজনক এই হারের পর গ্যালারিতে ওঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন ডারউইন নুনিয়েজ, রোনাল্ড আরাউহোরা।

উরগুয়ের বিপক্ষে ম্যাচে আজ প্রথম গোলের দেখা পায় কলম্বিয়া। ৩৯ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন জেফারসন লার্মা। তবে লিড পাওয়ার পর দশজনের দলে পরিণত হয় দলটি। তবে এ সুযোগ কাজে লাগাতে পারেননি সুয়ারেজরা।

দশজনের দলের বিপক্ষে খেলেও দ্বিতীয়ার্ধে আর গোল শোধ করতে পারেনি উরুগুয়ে। ফলে ১-০ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এদিকে দুই দলের এই ম্যাচে আজ ছিল ফাউলের ছড়াছড়ি। ম্যাচ শেষেও এ উত্তাপ ছড়িয়েছে কলম্বিয়ার সমর্থক ও উরুগুয়ের ফূটবলারদের মাঝে।

উত্তাপ ছড়ানো ম্যাচের গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়েছিলেন দুই দলের সমর্থকরা। এ সময় উরুগুয়ের ফুটবলারদের দিকেও ছুঁড়ে দেয়া হয় বোতল, পানীয় এবং নানা-রকম প্লাস্টিক সামগ্রী। এমন অবস্থায় মেজাজ হারিয়ে গ্যালারিতে ওঠে যান ডারউইন নুনিয়েজ সহ কয়েকজন ফুটবলার।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন নুনিয়েজ, আরাউহোরা। এ দুজনের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা উরুগুইয়ান ডিফেন্ডার হসে মারিয়ে গিমেনেজও ছিলেন। ভিডিওতে দেখা যায়, কলম্বিয়া সমর্থকদের মারছেন নুনিয়েজ। তবে কলম্বিয়ার সমর্থকদেরও নুনিয়েজকে আক্রমণ করতে দেখা যায়।

এরপর দ্রুত সেখানে নিরাপত্তাকর্মীরা গিয়ে ফুটবলারদের সরিয়ে আনেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গালারিতে থাকা উরুগুয়ের ফুটবলারদের পরিবারও সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন।

আরো..