অনলাইন ডেস্ক: মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এর ফলে দেশজুড়ে টানা বর্ষণ হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেমে থেমে চলছে। এতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।
জানা গেছে, বৃষ্টিতে রাজারবাগ, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, পল্টন, মতিঝিলের বিভিন্ন সড়কে রাস্তায় পানি জমে গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। চরম বিপাকে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। সড়কে যানবাহন কম থাকায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকবে। ৯ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃ্ষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২০ মিলিমিটার, কক্সবাজারে ১১৪ মিলিমিটার ও ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।