সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গণমানুষের সাথে ইফতার করলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি।
বুধবার (২০ মার্চ) ৯ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী এ গণ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচারক) দেবজিৎ সিংহ। এছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, আমি মধ্যপ্রাচ্যে থাকাবস্থায় দেখেছি মুসলিম দেশগুলো বড় পরিসরে রোজাদারদের ইফতার করানো। সেখান থেকে উদ্ধুদ্ধ হয়ে গত বছর থেকে আমি গণ ইফতারের আয়োজন করছি। আল্লাহ্ আমাকে যতোদিন বাঁচিয়ে রাখবে ততোদিন পর্যন্ত গণ ইফতারের আয়োজন চালিয়ে যাবো এবং আজীবন মানুষের সেবা করে যাবো। বিজ্ঞপ্তি