https://www.a1news24.com
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২১

মোরেলগঞ্জে বসতঘর পুরে ছাই

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: খুলনা বিভাগের সর্ববৃহৎ বাগেরহাটের মোরেলগঞ্জ অগ্নিকান্ডে বসতঘরে পুড়ে ছাই। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামে। জানাগেছে, মৃত ইউনুছ হাওলাদারের ছেলে হাসান হাওলাদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত । আগুন নিয়ন্ত্রনের জন্য আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য চেষ্টা করা হলেও ততক্ষনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় ।

অনার্স পড়–য়া হাসান হাওলাদারের পিতা ইউনুছ হাওলাদার মারা যাওয়ার পর খুলনায় টিউশনী করে পরিবারের খরচ চালাত। বৃদ্ধ মাতা সেলিনা বেগম একাই বাড়িতে ছিলেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। ততক্ষনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত রান্না ঘর থেকে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আরো..