https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৮

মোদির শপথ: প্রধানমন্ত্রীর পরিবর্তে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্ট: টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে জানানো হয়েছিল এ শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন।

শনিবার (৮ জুন) ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এবার মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে জওহরলাল নেহরুর পর তিনিই হবেন টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া কোনো ভারতীয় নেতা।

আরো..