ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা বিসিডিএস এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে এগারো টার দিকে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার আয়োজনে কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় মহিলা কলেজ রোড ওভারট্রাম রেস্টুরেন্টে সদর উপজেলা বিসিডিএস এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সদর উপজেলা বিসিডিএস এর আহবায়ক কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসেন, যুগ্ম আহ্বায়ক বাবর আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বাবলু, শামীম হাসান সহ মাহফুজুর রহমান কে দিয়ে আনুষ্ঠানিক ভাবে ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন মেহেরপুর জেলা বিসিডিএস এর আহবায়ক রিনু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, কাজী খয়রুদ্দিন, সাইফুল ইসলাম, ইমন বিশ্বাস, বেনজির আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক মতিউর রহমান সহ সাংবাদিকবৃন্দ।
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ১২:৪১