https://www.a1news24.com
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২

মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমিরের মৃত্যু

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার নৃশংসতা হামলায় সারাদেশে নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে গতকাল সোমবার ২৮ অক্টোবর মেহেরপুর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমির ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিন। আজ মঙ্গলবার সকালে মায়ের কবর জিয়ারত শেষে নিজ বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে নয়টার দিকে তার পরিবার তাৎক্ষণিক ভাবে তাকে মেহেরপুর জেলার হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুম ছমির উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার দীর্ঘদিন আমিরের দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্কী ও গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮:৩০ মিনিটের সময় মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

আরো..