https://www.a1news24.com
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০৩

মেহেরপুর জেলা আওয়ামী লীগের দুই সম্পাদক আটক

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলমকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাবের পৃথক টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গাংনী থানা এই তথ্য নিশ্চিত করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান এবং অ্যাড. একেএম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য এম এ খালেক ও একেএম শফিকুল আলম নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও তাদের দুজনকে আটক করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে। গাংনী থানা সূত্রে জানা যায়, আটককৃতদের ১৬১ ধারায় আটক দেখিয়ে আদালতে নেওয়া হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক গাঁ ঢাকা দিলেও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলম বাড়িতেই ছিলেন।
আরো..