ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরবর্তী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জাব্বার কে পুলিশি গ্রেফতার দেখিয়ে কথিত ক্রসফায়ার দেয়া কে কেন্দ্র করে মেহেরপুরের সাবেক এসপি এ কে এম নাহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ ২৬জনের নামে আব্দুল জাব্বারের ছেলে মোমিনুল হক বাদী হয়ে মেহেরপুর আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত ৩০/১২/২০১৩ ইং তারিখে আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামে আব্দুল জাব্বারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। ঐদিন বিকাল ৫টার দিকে মেহেরপুর থানায় বাদী মোমিনুল হক তার পিতাকে দেখতে আসলে ও তার পিতার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিতে আসলে তাকেও পুলিশ গ্রেফতার করে। ৩১/১২/২০১৩ ইং তারিখ রাত ১০টার পর তার পিতাকে পুলিশ পরিচয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে বাদী জানতে পারে রাত আনুমানিক ২.৩০ ঘটিকার দিকে আমঝুপি ইউনিয়ন রাজনগর গ্রামস্থ দিনদত্ত ব্রিজ সংলগ্ন উত্তর মাঠে জনৈক মমিনুলের পান বরজে শারীরিক ও মানষিক নির্যাতন করে কাছ থেকে বুকে ও পিঠে গুলি করে কথিত ক্রসফায়ার নামে তাকে হত্যা করা হয়েছে।
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ৭:৪৬