https://www.a1news24.com
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:১৮

মেহেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়েের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে আলোচনার প্রেক্ষিতে নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর কে সুন্দর করে গড়ে তোলার জন্য সাংবাদিকদের ভুমিকা সহ সহযোগিতা কাম্য করেন। তিনি আরো বলেন, সবে মাত্র আমি এসেছি মেহেরপুর সম্পর্কে বুঝতে আমার একটু সময় লাগবে। তার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোন তথ্য থাকলে তা সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম, ট্রাফিক ইন্সপেকটর ইসমাইল হোসেন সহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরো..