বিনোদন ডেস্ক: চুপিসারে বিয়ে সারতে চলেছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। সোমবার গায়ক শোভন গঙ্গোপাধ্যাযয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। জোরকদমে শুরু হয়ে গেছে প্রাক-বিয়ের উদযাপন। রবিবার হলো ব্যাচেলর পার্টি। বন্ধুদের নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন হবু বর-কনে।
বিয়েটা লোকচক্ষুর আড়ালই রাখতে চান, স্পষ্ট জানিয়েছেন সোহিনী। কিন্তু সেই বিয়ের আগে সাহসী ফটোশ্যুটে নজরকাড়লেন টলিপাড়ার এই আবেদনময়ী নায়িকা। এক ডিজাইনার ব্লাউজ লেবেলের নয়া কালেকশনের জন্য় আবেদনময়ী লুকে ধরা দিলেন সোহিনী।
ওই ফটোশ্যুটে কখনো সোহিনীর ঠোঁটে সিগারেট, কখনো তার শাড়ির আঁচল খুলে পড়ল….ফ্ল্যামবয়েন্ট ফ্যাশনেও অপরূপা শোভনের হবু বউ। ‘দ্য আদার রুম’ কালেকশনে নারী মনের সুপ্ত বাসনার সেলিব্রেশন ফুটে উঠবে, জানিয়েছে সংস্থা।
শরীর নিয়ে বরাবরই কোনো ছুৎমার্গ নেই সোহিনীর। এর আগে কেবলমাত্র ফুলের মালায় বক্ষযুগল ঢেকে চর্চায় উঠে এসেছিলেন তিনি। ট্রোলের মুখেও পড়েছিলেন। তবে সোশ্যাল মিডিয়া ট্রোলিংকে কখনোই পাত্তা দেন না এই নায়িকা।
গত বছরের এই সময়ে গায়ক শোভনের সুরে মন হারিয়েছিলেন সোহিনী। বছর ঘুরতেই প্রণয় থেকে পরিণয়।
শোভন-সোহিনীর প্রেমের জল্পনা শুরু গত বছর দূর্গা পুজার ঠিক আগে। স্বস্তিকা দত্তর সঙ্গে শোভনের ব্রেক আপের খবর সামনে আসার মাস খানেকের মধ্যেই শুরু শোভন-সোহিনীর ঘনিষ্ঠতার গুঞ্জন। তবে সম্পর্ক নিয়ে শুরুর দিকে বেশ সাবধানী ছিলেন দুজনেই।
অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করেছেন সোহিনী। লিভ টুগেদার বা একত্রবাস করতেন দুজনে। তবে থিতু হয়নি সেই সম্পর্ক। এরপর সম্পর্কে জড়ান শোভনের সঙ্গে। সোমবার শহর থেকে দূরে এক প্রাইভেট প্রপার্টিতে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠান সারবেন দুজনে।
খবর, গায়ে হলুদ ছাড়া বিয়ের অন্য কোনো আচার সেভাবে হবে না। একদিন পর হাতে গোনা আত্মীয়-স্বজনকে নিয়ে হবে বউভাত। বিয়ের আসরে কাছের বন্ধু আর দুই পরিবার ছাড়া সেভাবে কাউকে দাওয়াত করেননি শোভন-সোহিনী।
মাসখানেক আগে শোভনের সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়ে সোহিনী বলেছিলেন, তারা ভালো আছেন। নায়িকা বলেন, ‘বলার তো সময় ফুরিয়ে যাচ্ছে না। এখনো সময় আছে। আগের সম্পর্ক আমাকে শিখিয়েছে যে অত তাড়াহুড়ো করে লাভ নেই। সবাইকে সব বলে দেব, শেষে দেখব আমি বাটি হাতে বসে আছি।’
না, বাটি হাতে বসবেন না সোহিনী। বিয়ের দিন লাল শেডের বেনারসি পরবেন তিনি। শোভন পরবেন ধুতি-কুর্তা। খাবার মেনুতে থাকছে খাসির মাংস আর ভাত। বাঙালি মেনু থেকে বিদেশি বিরিয়ানি বাদ থাকছে। কনের সাজে সোহিনীকে দেখতে মুখিয়ে রয়েছে তার ভক্তরা।