ক্রীড়া ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ধসে যায় বাংলাদেশের টপ অর্ডার। ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে টাইগাররা। এমন ধ্বংস্তুপে ব্যাট করতে এসে প্রতিরোধ গড়ে দলকে লজ্জার হাত থেকে বাঁচান মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেট জুটিতে ১৬৫ রানের জুটি গড়েন তারা। আর তাতেই এই দুই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন ইয়ান বিশপ ও হার্শা ভোগলে।
তৃতীয় দিনে স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এমন ধ্বংস্তুপে দাঁড়িয়ে দলকে রক্ষা করেন লিটন ও মিরাজ। দুজনে মিলে গড়েন ১৬৫ রানের জুটি। মিরাজ ১২৪ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি। ততক্ষণে বিশ্বরেকর্ড করে ফেলেছেন লিটন-মিরাজ। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেট জুটিতে সবচেয়ে বড় জুটি এটি।
লিটন-মিরাজের এমন জুটির পর তাদেরকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। মাঠের পারফরম্যান্সের চেয়েও বিশপ বড় করে দেখেছেন দেশকে অনুপ্রেরণা দেয়ার বিষয়ে। ‘যে লড়াই এবং স্পিরিট বাংলাদেশ দলের কাছ থেকে দেখছি, ব্যাপারটা দারুণ লাগছে। এমন একটা সময়ে এমন পারফরম্যান্স যখন তাদের দেশের জন্য নায়কদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই ক্রিকেটাররা দেশকে প্রেরণা যুগিয়ে যাচ্ছে।’
অন্যদিকে আগে থেকেই লিটন দাসের ব্যাটিং খুব পছন্দ করেন হার্শা ভোগলে। লিটনকে নিয়ে উচ্ছ্বাস তো ছিলোই, সেইসঙ্গে মিরাজকেও ভাসিয়েছেন প্রশংসায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্শা ভোগলে লিখেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার (মিরাজ এবং লিটন) দলকে সিরিজ জেতার দারুণ সুযোগ এনে দিয়েছেন। প্রায়ই বলেছি, লিটন সাদা বলে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আশা করি এই টেস্ট সেঞ্চিুরি তার প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে।’
রাওয়ালপিন্ডি টেস্টে ২১ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামবে পাকিস্তান। তবে গতকাল শেষ বিকেলে পাকিস্তানের দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।