সিলেট দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বদরুল ইসলাম বলেছেন, বৃক্ষের চারা রোপন ও তার সঠিক পরিচর্যার মাধ্যমে আমারা দেশকে সবুজ অরণ্যে ভরিয়ে দিতে পারি, এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থতার মাধ্যমে বসবাস করতে পারবে। বৃক্ষ আমাদের শারীরিক সুস্থতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে।
তিনি সোমবার (১লা জুলাই) দুপুর ১২টায় সিলেট শহরতলীর চন্ডিপুলস্থ সিলেট-সুলতানপুর সড়কে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে রোটাবর্ষ ২০২৪-২৫ কে স্বাগত জানিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এভাবে প্রতিটি ক্লাব বৃক্ষরোপন সহ অন্যান্য সেবামূলক কাজে এগিয়ে আসলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ফারুক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মুহাম্মদ মুজিবুল হক শিমুল, পিপি রোটারিয়ান দেলোয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচইফ, পিপি রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ, প্রজেক্ট স্পন্সর রোটারিয়ান মিয়া মো. রুস্তুম, রোটারিয়ান গোলাম কিবরিয়া প্রমুখ।
পরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বদরুল ইসলাম সিলেট-সুলতানপুর সড়কে বৃক্ষের চারা রোপনের মাধ্যমে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি