বিনোদন ডেস্ক: মা স্বপ্না সাহাকে হারালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক বাপ্পী চৌধুরী। অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।
জানা গেছে, মঙ্গলবার (৫ মার্চ) ভোরে ভারতের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে বাপ্পীর মায়ের। মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তবে কখন এবং কোথাও শেষকৃত্য সম্পন্ন হবে―সেটি জানানো হয়নি।
প্রসঙ্গত, বাপ্পী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জাহারা মিতু। হাতে আরও কয়েকটি সিনেমা রয়েছে তার। এছাড়া ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।