https://www.a1news24.com
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫

মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা চলমান রেখেছি: হাবিব

নিজস্ব প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়তে যুব তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। মাদককে না বলুন এবং মাদকমুক্ত সমাজ গঠন করে সকলে সৌহার্দ-সম্প্রীতির সাথে বসবাস করি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যমুক্ত দেশ গড়তে বিএনপি মানুষের সাথে ছিল, আছে, থাকবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা চলমান রেখেছি। এছাড়া সংখ্যালঘু- সংখ্যাগুরুর তত্ত্ব নয়- আমরা সকলেই নাগরিক, সকলেই বাংলাদেশি। সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

উপজেলার কামারালি সূর্য সংঘ ফুটবল টুর্নামেন্টের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা যুবদল নেতা আরিফুর রহমান রঞ্জু, আরিফুল আনম রিপন, খালিদ মঞ্জুর রোমেল প্রমুখ।

উল্লেখ্য; কামারালি সূর্যমুখী ফুটবল টুর্নামেন্ট আয়োজিত এ ফাইনাল খেলায় সরসকাটি ইউনাইটেড ক্লাব ১-০ গোলে কয়লা প্রগতি সংঘকে পরাজিত করে শিরোপা জয় করে।

আরো..