বিনোদন ডেস্ক: চলছে ফেব্রুয়ারি মাস। এ মাসেই ভ্যালেন্টাইন’স উইক। ঠিক এমন মুহূর্তেই মাঝ আকাশে বিমানের মধ্যে ভালোবাসার চিঠি পেলেন টালিউড ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রী রচনার মাঝ আকাশে চিঠি পাওয়ার নেপথ্যে একজন নয়, রয়েছেন দুজন। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনটাই হয়েছে। রশমি ও রিজা নামের দুই ব্যক্তি চিঠি দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চিঠিতে কী লিখেছেন তারা?
চিঠিতে লেখা―শ্রদ্ধেয় মিস ব্যানার্জি, আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একজন মানুষ, যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা। তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ আমরা।
এছাড়া ওই চিঠিতে বিমানের সব কর্মীদের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছাও জানানো হয় রচনা ব্যানার্জিকে। আর চিঠির সঙ্গে রশমি ও রিজার সঙ্গে তোলা ছবিটিও সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী।
তিনি দুই বিমান সেবিকাকে মেনশন করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে গেল। থ্যাংকিউ ইন্ডিগো… এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিল। বিশেষ ধন্যবাদ রশমি ও রিজাকে।’
প্রসঙ্গত, ‘দিদি নম্বর-১’ শো মানেই অভিনেত্রী রচনা। এতে তার প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে আড্ডা ছোটপর্দার দর্শকদের বেশ মুগ্ধ করে। এ কারণেই এত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে শো এবং এ অভিনেত্রী।