https://www.a1news24.com
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৬

মহান মে দিবস উপলক্ষে মেহরপুরে মাসুদ অরুনের নেতৃত্বে মিছিল

ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা প্রতিনিধি: মে দিবসের অঙ্গীকার, ভোট আমার অধিকার এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ডি সি কোর্ট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সেখানে পথসভা করা হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। শ্রমিকদের কোন প্রকার কষ্ট দেওয়া যাবে না। শ্রমিকরা আছে বলে আমরা আছি। প্রতিটি মানুষেরই দরকার শ্রমিকদের পাশে থাকার।

আরো..