বিনোদন ডেস্ক: নানা কারণে আলোচনা সমালোচনার অংশ হয়ে থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সম্পর্কের বেড়াজালে জড়িয়ে জীবনের সমীকরণ খুঁজতে তাকে করতে হয়েছে নানা সংগ্রাম। তবুও তার মুখে হাসি ফুরোয়নি। হাসি দিয়ে জীবনকে জয় করতে ব্যস্ত এই নায়িকা।
পরীমণি সবসময় সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের ব্যক্তিগত কথা কিংবা কাজের নতুন খবর সবটাই ভক্তদের জন্য তিনি ফেসবুকে প্রকাশ করেন। আর ছেলে পদ্মকে নিয়ে তার নানা সময়ের খুনসুটিও ভেসে ওঠে আয়নার মতো।
এবার পরীমণি ফেসবুকে দেখা গেল তিনি মরুর বুকে বসে আছেন স্নেহভরা ছেলেকে কোলে নিয়ে। দুজনই হাত বাড়িয়ে আকাশ ছুঁতে চাইছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমরা একদিন আকাশ ছোঁব দেখো।’ এটি লিখে তিনি ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন। পরের লাইনে তিনি লিখেন, ‘সকলের সৎ উদ্দেশ্য সফল হোক। রমজান মোবারক।’