https://www.a1news24.com
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৫

মরা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর ও কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজার থেকে গতকাল সোমবার (ফেব্রুয়ারী) দিবাগত আনুমানিক রাত ২ টায় ২টি মৃত গরুর বিষাক্ত মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমান ও মাংস জব্দ করে আগুনে বিনষ্ট করেছে ভ্রম্যমান আদালত।

জানা যায় ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম ও পাটগ্রাম থানার পুলিশ কে নিয়ে পরিচালিত ওই ভ্রম্যমান আদালত প্রথমে জোংড়ার আলাউদ্দিন নগর ইসলাম নগরের কসাই জুয়েল হোসেন( ৩৫) কে আটক করে পাটগ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তারই দেয়া তথ্যের ভিত্তিতে কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজারে মোক্তার কসাইয়ের দোকানের ফ্রিজ থেকে মৃত ২টি গরুর বিষাক্ত মাংস উদ্ধার করে আগুনে বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয় এবং মোক্তার কে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান কৃষি জমিতে প্রয়োগ করা কীটনাশকযুক্ত ফসল খেয়ে মৃত গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে অভিযান চালিয়ে মাংস বিনষ্ট ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম জানান ওই মাংস গুলো মৃত গরুর বিষাক্ত ছিল। তিনি আরও বলেন নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতে প্রাণি সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসণের এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে।

আরো..