স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ভেনিজুয়েলার বিপক্ষেও পা হড়কেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের সেরা ফুটবলার লিওনেল মেসি এ ম্যাচে মাঠে নামলেও দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগ করেছে আর্জেন্টিনা। যদিও পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯। আগামী ১৬ অক্টেবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
এদিন অবশ্য প্রথম গোলটা দ্রুতই পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন নিকোলাস ওতামেন্ডি। সেই গোলের পর প্রথমার্ধে আর গোল না হলে স্বস্তিতে থেকেই বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।
তবে বিরতি থেকেই ফেরেই যেন সব এলোমেলো। ম্যাচের ৬৫ মিনিটে দারুণ গোলে ভেনিজুয়েলাকে ম্যাচে ফেরান রনডন। এরপর বহু চেষ্টা চালিয়েও আর ম্যাচে লিড নিতে পারেনি আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে উঠে কঠিন পরীক্ষা নিয়েছে ভেনিজুয়েলার ফুটবলাররাও। তবে তাতে কাজ হয়নি শেষ পর্যন্ত। ১-১ গোলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে।