https://www.a1news24.com
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

ভিতরের শকুন গুলো মাথা ছাড়া দিয়ে উঠছে বাহিরের শকুন গুলো ওত পেতে আছে-মির্জা আব্বাস

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,ভিতরের শকুন গুলো মাথা ছাড়া দিয়ে উঠছে বাহিরের শকুন গুলো ওত পেতে আছে। আমাদের নিজেদের পরিবার-পরিজন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। গতকাল এক ব্যক্তি প্রতিবেশী দেশ থেকে হুংকার দিয়েছে তাদের সেনাবাহিনী কে রেডি থাকতে বলছে, আমরা তো ছোট্ট একটা দেশ অনেকে বলে গরিব আমি বলবো না, এই দেশ গরীবের দেশ না, এই দেশ বুকের শক্তি আছে তাদের দেশ।
এই বুকের শক্তি নিয়ে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন তাদের দেশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, আপনাদের সেনাবাহিনী অনেক থাকতে পারে কিন্তু আমর দেশের ১৩ /১৪ কোটি সোলজার আছে তারাই রুখে দাঁড়াবে। সুতরাং দেশ নিয়ে বহু ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন কয়েকদিনে দেশ অশান্ত করে তুলছে। এটা তাদের দ্বিতীয় প্রচেষ্টা । এর আগে প্রথমবার চেষ্টা করো এ ব্যর্থ হয়েছেন। তারা একশত বার চেষ্টা করলেও বাংলাদেশ রুখে দাঁড়াবে। আমাদের নেতা তারেক রহমান সুদূর লন্ডন থেকে দেখাশোনা করছেন এবং আমাদেরকেও পরিচালনা করছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ন সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান প্রমূখ।

ফাইনাল খেলায় পঞ্চগড় বিএনপি একাদশ বনাম রংপুর মহানগর বিএনপি একাদশ এক শূন্য গোলে পরাজিত করেন।

আরো..