https://www.a1news24.com
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮

ভারতে আটক ৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক: অবৈধভাবে অবস্থান করায় ভারতের নাভি মুম্বইতে গ্রেপ্তার করা হয়েছে ৮ বাংলাদেশিকে। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘ চার বছর সেখানে অবস্থান করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। তাদেরকে ভারতের পাসপোর্ট আইন ও বিদেশি আইনে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

সোমবার (১১ মার্চ) নাভি মুম্বই পুলিশের মানবপাচার বিরোধী একটি সেলের সদস্যরা শাহবাজ গ্রামের বেলাপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান। এ সময় ফ্ল্যাটটি থেকে পাঁচজন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পাসপোর্ট ও ফরেনার্স আইনের অধীনে মামলা হয়েছে।

আরো..