স্পোর্টস রিপোর্টার: আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল। বেশ চমক রেখে ২৩ জনের দল ঘোষণা করেছিলেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। পরে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানায় ২৩ জনের বদলে স্কোয়াড ২৬ জনের হতে পারে।
তাই ব্রাজিল দলে এসেছে ৪ পরিবর্তন। স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন। চোখে আঘাত পাওয়ায় ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। তার পরিবর্তনে দলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল।
এছাড়া ২৬ জনের স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার, ডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এডারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে।
এবারও দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। ইনজুরির কারণে দলে নেই নেইমার। নতুন তিনজনের নাম ঘোষণা করে কোচ দরিভাল বলেন, ‘যখনই ডাকা হোক না কেন, দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে।’
ব্রাজিলের কোপার স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, রাফায়েল, বেন্টো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌটো, বেরালদো, ব্রেমার মিলিতো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, আরানা, ওয়েন্ডেল।
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারেস, এডারসন, ডগলাস লুইজ, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এন্ড্রিক, ইভানিলসন, মার্টিনেলি, রাফিনহা, রড্রিগো, সাভিনহো, পেপে, ভিনিসিয়াস জুনিয়র।