https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪১

বেবিবাম্পসহ ফোটোশুটের ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক: বলিউড পাওয়ার কাপল দীপিকা পাডুকোন-রণবীর সিং এর অপেক্ষার আর মাত্র ক’দিন বাকি। সেপ্টেম্বরেই দীপবীরের কোল আলো করে আসছে তাদের প্রথম সন্তান। তার আগেই বেবিবাম্পসহ ফোটোশুটের ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন তারকা দম্পতি।

সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দীপিকা। এসময় তার পাশে দেখা গেছে অভিনেতা স্বামী রণবীর সিং। দুজনে মিলে বিভিন্ন পোজে ফটোশুট করেছেন তারা।

ছবিতে দেখা যায়, অন্তঃসত্ত্বা দীপিকাকে সোহাগে-আদরে ভরাচ্ছেন রণবীর। দু’জনেই হাসিমুখে ধরা দিয়েছেন প্রতিটি ছবিতে। কয়েকটি ছবিতে দীপিকা একাও রয়েছেন। ফোটোশুটের জন্য একাধিক পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী। রণবীরের পরনে টি-শার্ট।

এদিকে ছবিগুলি প্রকাশ্যে আসার পরেই ভক্তরা দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। মালাইকা আরোরা, বিপাশা বসু, ওরি-সহ একাধিক বলিউড তারকা দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি মাসের ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে।

যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে আপাতত আর তেমনটা হচ্ছে না। নিজের প্রথম সন্তানকে ভারতের মাটিতেই স্বাগতম জানাতে চলেছেন এই দম্পতি।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।

আরো..