https://www.a1news24.com
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৬

বেনজীর ও আজিজ অপরাধী হলে সরকার ছাড় দেবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে এবং তারা অপরাধী হলে সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

কোনো অপরাধী ছাড় পাবে না জানিয়ে সরকারি দলের এই মুখপাত্র বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক সেনাপ্রধানও যদি অপরাধী হন, তাহলে তার বিষয়ে তদন্ত করতেও দুদকের কোনো বাধা নেই।’

সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর আহমেদ যে দুর্নীতি করেছেন বলা হচ্ছে সে সংবাদ কি গণমাধ্যম আগে দিতে পেরেছিল? সরকার কি তদন্তে কোনো বাধা দিচ্ছে?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বেনজীরের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত হচ্ছে, আরও হবে। তদন্তের পর মামলা হলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।’

এ সময় কাদের বলেন, ‘অনেকে ভাবছে, বেনজীর আহমেদের বাড়ি তো টুঙ্গিপাড়া, সে ক্ষমা পেতে পারে। অপরাধ করলে শাস্তি পেতে হবে। সরকার কোনো ছাড় দেবে না।’

এ সময় তিনি বিএনপি নেতাদের সমালোচনা করে কাদের বলেন, ‘কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি, কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে?’

কাদের বলেন, ‘তাদের আমলে তাদের যেসব নেতা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখেন। দলের লোক হোক—ক্ষমা নেই, যদি অপরাধ-অপকর্ম করে থাকে। সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন।’

আরো..