বিনোদন প্রতিবেদক: ঘটনাটা ২০১৯ সালের। ওই বছরের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে মারে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় ফুঁসে ওঠে ছাত্রসমাজ। মামলা ও বিচারও হয়।
বুয়েটের সেই ভয়াল রাত আজও কাঁদায় সবাইকে।সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্ম ‘রুম নম্বর ২০১১।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।
এর আগে জিসানের উদ্যোগে বিভিন্ন সিনেমার দৃশ্যর রিমেক করা হয়। সেগুলো আলোচিতও হয়েছে বেশ। এর মধ্যে আছে মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমা। এ রকম প্রায় ১০টি সিনেমার বিভিন্ন দৃশ্যের রিমেক শেষে প্রথম ফিকশনে হাত দিয়েছেন নির্মাতা।
বলা যায় ‘রুম নম্বর ২০১’ হতে যাচ্ছে জিসানের প্রথম ফিকশন।আবরারকে নিয়ে সিনেমার ফাস্ট লুক পোস্টার ছাড়া হয়েছে জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে।
বিষয়টি নিয়ে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপ হয় নির্মাতা জিসান আহমেদের। তিনি বলেন, ‘আবরারের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়।
এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সব কিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।’
তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এ প্রসঙ্গে বলেন, ‘বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।’
তিনি জানান, এখন সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। শেষ করে আগামী মাসের শুরুতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি নির্মাণের সহযোগিতার বিষয়ে জিসান বলেন, “আমাদের প্রথম মৌলিক এই ফিল্মটির সহযোগিতায় রয়েছেন আমেরিকার বাংলাদেশি সংগঠন ‘একটি ফুল’।”