https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৪

বুবলীর ওপর বিরক্ত শাকিব খান, মুখ খুললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। কিং খান এসব নিয়ে কিছু না বললেও মাঝেমধ্যে মুখ খোলেন বুবলী। সম্প্রতি খোলা বইয়ের মতো নিজেকে মেলে ধরেছিলেন তিনি। একটি বেসরকারি টিভি চ্যানেলে শাকিবকে নিয়ে অকপটে বলেন সব।

বৈবাহিক অবস্থা নিয়ে বুবলী বলেছিলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। আমি ও শাকিব আইনগতভাবে এখনো স্বামী-স্ত্রী। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল-বোঝাবুঝি হয়। আমরা টাইম নিচ্ছি।’

আরও বলেছিলেন, ‘মানুষের মধ্যে ভুল-বোঝাবুঝি হতেই পারে। আমরা আরও সময় নিচ্ছি। বাবা-মায়ের দূরত্বটা এখনো মনে করে না আমার সন্তান বীর। ও আমাদের বাবা-মা-ই মনে করে। আমাদের মাঝে মাঝে স্পেসও দেয়। ও বুঝে নেয়, বাবা-মা একসঙ্গে সময় কাটাচ্ছে।’

তবে বিষয়টি ভালোভাবে নেননি শাকিব। বিরক্ত হয়েছেন বুবলী্র ওপর। নায়কের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে শাকিব নাকি বলেছেন, ‘এদের কোনো কাজ নাই। আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি। কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে। আমি খুবই বিরক্ত।’

এদিকে বুবলীর ওপর কিং খান বিরক্ত হলেও তার পরিবার সন্তুষ্ট অপু বিশ্বাসের ওপর। শাকিবকে নিয়ে বুবলীর কথায় অভিমান করেছিলেন অপু। মাঝে মাঝে সন্তানকে নিয়ে প্রাক্তন স্বামীর বাসায় গেলেও মান করে ঈদের দিন বিরত ছিলেন তিনি।

শাকিব-অপুর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, না যাওয়া পর্যন্ত শাকিবের বাবা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষা করছিলেন। পরে সেখান থেকে কেউ একজন এসে অপু ও আব্রাহামকে শাকিবের বাসায় নিয়ে যান।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘রাগ-অভিমানের কিছু নাই। আমার মা-বাবা বেঁচে নেই। শ্বশুর-শাশুড়িকেই আপন মা-বাবার মতো পেয়েছি। আমার ননদ প্রিয় বান্ধবীর মতো। এটাই তো আমার জন্য সুখের, আনন্দের পরিবার।’

আরো..