বুড়িমারী ল্যান্ডপোর্টে ইমপোর্ট ও এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে যৌথ সভা
পাটগ্রাম প্রতিনিধি : বুড়িমারী ল্যান্ডপোর্ট ইমপোর্ট এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে চ্যাংড়াবান্ধা রপ্তানিকারক আমদানিকারক সমিতি এবং চ্যাংরাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক উন্নয়ন সভা আয়োজন করে।বুড়িমারী স্থলবন্দর আমদানীকারক-রপ্তানীকারক এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছী নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রধান রাজু ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এবং ভারতীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ।