https://www.a1news24.com
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২

বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক।

ওসি আজিজুল হক আরও বলেন, “নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।”

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের যে কোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে। কোন ট্রেনে তারা কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তিন যুবক ট্রেনে কাটা পড়েন। তখন দুজন জীবিত ছিল। পুলিশ এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করে। ট্রেনটি চট্টগ্রামগামী ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো..