https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৮

বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল ১৫ বছর : মনির খান

বিনোদন ডেস্ক: সুরেলা কণ্ঠের মাধ্যমে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন সংগীতশিল্পী মনির খান। সব শ্রেণিপেশার মানুষের কাছে তার গান জনপ্রিয় হলেও প্রায় ১৬ বছর কালো তালিকাভুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি বিভিন্ন মাধ্যমে দর্শক-শ্রোতারা দেখতে পাননি জনপ্রিয় এ তারকাকে।

এ সবই হয়েছে শুধু ভিন্ন মতের মানুষ হওয়ার কারণে। এবার সময়ের পরিবর্তন হয়েছে। গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পদত্যাগ করে তার দেশ ছাড়ার খবরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার কথা জানান অনেক সংগীত ও শোবিজ তারকা।

এবার সরকারি বিভিন্ন মাধ্যম থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারে কথা বললেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মনির খান। সোমবার (১২ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা জানান ‘আট আনার জীবন’ খ্যাত গায়ক।

মনির খান লিখেছেন, ‘১৫ বছর। হ্যাঁ, ১৫ বছরই তো! বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সংগীতশিল্পী। কিন্তু বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেয়া হয়নি এই সময়ে। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি।’

রাজনৈতিক সহিংসতার কথাও উল্লেখ করেছেন এক সময় বিএনপির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করা এ তারকা। লিখেছেন, ‘আমার নামে ১০টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার মতো মিথ্যা, হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।’

সবশেষ এ শিল্পী লিখেছেন, ‘কী অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম―এটাই ছিল আমার অপরাধ। কখনো বলিনি আমি। ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, তাই বললাম। শিল্প-সংস্কৃতি চর্চায় কোনো বাঁধা বা দেয়াল থাকতে নেই। শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প-সংস্কৃতি।’

আরো..