https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৯

বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ ইউরোপিয়ান ইউনিয়নের

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

মিরপুরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে স্টেডিয়াম পরিদর্শন করেন মিলার। এ সময় রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তুলে দেন বিসিবি সভাপতি।

বৈঠকে রাষ্ট্রদূত মিলার বলেন, “ইইউয়ের বিভিন্ন দেশে, যেখানে ক্রিকেটের জনপ্রিয়তা তুলনামূলক কম, সেখানে এ খেলাটির প্রসারে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তাদের।” পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি।

নারীদের ক্রিকেট, ট্যালেন্ট হান্ট বা কোনো সিরিজের পৃষ্ঠপোষক হওয়ার বিষয়েও ইইউ আগ্রহী। বিসিবির সঙ্গে ইইউর সম্পর্ক জোরদারে কাজ করছে গেম প্লে।

এদিকে, বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসির আয়োজনে শুরু হয়েছে ‘ইইউ গো অন’ নামের একটি স্পোর্টস ইভেন্ট। আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। সেখানে যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্সে ৩০ সেকেন্ডের একটি খেলাধুলা সংশ্লিষ্ট ভিডিও আপলোড করতে হবে। ভিডিও প্রকাশের আগে অবশ্যই #EUGameOn হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরস্কারসহ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

আরো..