https://www.a1news24.com
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪

বিসিবির কোচ নিয়োগ : টেইটের নাম প্রত্যাহার, তুষার ইমরানকে ডাকা হয়নি

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জন্য নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগে সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনলাইনে এই সাক্ষাৎকার নেয়া হয়। বোলিং কোচ হিসেবে আলোচনায় থাকা অস্ট্রেলিয়ার শন টেইট শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বিদেশি কোচদের ভিড়ে একমাত্র দেশি কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলী জ্যাকি।

জাতীয় দলের হেড কোচ বাদে প্রায় সব পদই শূণ্য। ব্যাটিং, বোলিং কোচের পাশাপাশি ফিট‌নেস ট্রেনার ও ফি‌জিও নি‌য়ো‌গের বিজ্ঞাপন দিয়েছিলো বিসিবি। নেই জাতীয় দলের স্পিন বোলিং কোচও। শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ খুঁজে পেতে ব্যাটিং, বোলিং কোচ হ‌তে আগ্রহী‌দের সাক্ষাৎকার নিয়েছেন বিসিবির কোচ নি‌য়োগ ক‌মি‌টির তিন সদস্য। সরাসরি আর অনলাইনে তাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

এদিন সাক্ষাৎকার দি‌য়ে‌ছেন যুব দ‌লের হেড কোচ স্টুয়ার্ট ল ও এইচ‌পির প্রধান কোচ ডে‌ভিড হেম্প। ল আগেও জাতীয় দলের হেড কোচ ছিলেন। তবে আলোচনা বে‌শিদূর এগোয়‌নি রস টেল‌রের স‌ঙ্গে। দে‌রি‌তে আবেদন করায় ডাকা হয়‌নি তুষার ইমরান‌কে। বো‌লিং কো‌চ হি‌সে‌বে অস্ট্রেলিয়ান শন টেই‌ট হ‌তে পার‌তো প্রথম পছন্দ। কিন্তু শেষ মুহূ‌র্তে নাম প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন সা‌বেক অজি পেসার। এইচ‌পির ক‌লি‌মোর ও একমাত্র দে‌শি হিসেবে মাহবুব আলী জা‌কিও ইন্টারভিউ দেন।

হেড কোচ চ‌ন্ডিকা হাথুরু‌সিং‌হের পরামর্শ নিলেও কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নে‌বে ক‌মি‌টি। ফ্র্যাঞ্চাইজি লিগের দায়িত্ব পালন করতে দেয়ার ব্যাপারে এবার কিছুটা নমনীয় ক্রিকেট বোর্ড। ফিট‌নেস ট্রেনার ও ফি‌জিও পদের প্রার্থীদের সঙ্গেও কথা বল‌বে ক‌মি‌টি। তারপরই ১২ ফেব্রুয়ারির বোর্ড সভায় চূড়ান্ত সুপা‌রিশ জমা দে‌বেন।

আরো..