https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরনী

সালেহ আহমদ (স’লিপক): সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন বাস্তবায়নে আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, অটিজম কেন বাড়ছে এর গবেষণা দরকার। সেই সাথে অটিজম সচেতনতা বাড়াতে হবে। অটিজম শিশুদের সামাজিকি করণসহ যুগোপযোগি করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার একথাগুলো বলেন।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক নাজিম উদ্দিনের সঞ্চালনায় ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি প্রতিপদ্যিকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক শাহীনা আক্তার, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, পিআইডি সিলেট এর সহকারী পরিচালক মাসুদ পারভেজ, ব্র্র্যাক প্রতিনিধি অনিক আহমদ, ব্লাস্ট এর কো-অর্ডিনেটর এ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাশ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন প্রমুখ।

পরে অটিস্টিক শিশুসহ অন্যান্যদেও মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিরা।

আরো..