বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ঈদ পূনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ এপ্রিল) সিলেট নগরীর দারিয়াপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কবি ও সংগঠক এ কে শেরাম, সিনিয়র সাংবাদিক ইকবাল কবির, কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, কবি আয়েশা মুন্নি, কবি ও সংগঠক মিহির মোহন, কবি ও গল্পাকার শহীদুল ইসলাম লিটন, ছাদির হোসেন, আহমদ রুমন, কবি মোহাম্মদ সুয়েজ হোসেন, সাংবাদিক আব্দুর রহমান হীরা, লেখক জয়ন্ত গোস্বামী, লেখক হাবিব আহমেদ দত্ত চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ সিলেট, লেখক কামরুজ্জামান চৌধুরী, ইতিহাসবিদ, ভারত করিমগঞ্জ, জুবাইদা বেগম আঁখি, কবি ও সংগঠক কামাল আহমদ, গীতি কবি উত্তম কুমার চৌধুরী, নাবিল চৌধুরী, কুবাদ বখত চৌধুরী, গীতি কবি রুবেল, ছড়াকার একলাছুর রহমান, গল্পাকার তাসলিমা খানম বীথি, কবি ও আবৃত্তি শিল্পী সালেহ আহমদ খসরু, ফারহা জান্নাত ফাহমি, রুনা সুলতানা, লেখক জাহাঙ্গীর আলম, গীতিকবি বিমান তালুকদার, লেখক, লেখক ইমরান ফয়সল, কবি স্নিগ্ধা চৌধুরী, ইন্দিরা তালুকদার, জাহাঙ্গীর আহমদ, চন্দ্রশেখর, শিল্পী আলী আকবর রাসেল, শিব্বির আহমদ সংগঠক, তোফায়েল আহমদ, শিল্পী এ কে এম কামারুজ্জামান মাসুম, ফিরোজা আহমদ, সুমি বেগম, নাহিদা ডাক্তার, নাজমুল ইসলাম, ইকবাল হোসেন, কবি লেখক ও সংগঠক পৃথ্বীশ চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, কবি ও লেখক আশালতা, সুরাইয়া রহমান ডেইজী শিল্পী, ফিরোজ আহমেদ, কবি ইসমত আর খান মুক্তা, আবৃত্তি শিল্পী রিফাত আরা রিফা, লেখক জাকির হোসেন, অঞ্জনা রায়, কবি ও আবৃত্তি শিল্পী সেনুয়ার আক্তার চিনু, সুনীর হোসেন, লেখক মেকদাদ হোসেন চৌধুরী (মেকদাদ মেঘ), মোহাম্মদ আনোয়ার আলী, সৈয়দ মামুন আহমদ, কবি ও লেখক শফিকুর রহমান চৌধুরী, কবি ও লেখক মোস্তাক চৌধুরী, কবি ও গীতিকবি ডক্টর এম শহিদুল ইসলাম, গল্পাকার সেলিম আউয়াল, কাওসার ইমরান, বশির আহমাদ, রাসেল চৌধুরী, মো. নাসির উদ্দিন, উজ্জল, শাহেদ, রাশিদ আবরার, সুমনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি