https://www.a1news24.com
১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১

বিরামপুরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা

জাহিনুর ইসলাম,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর)  বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে বিরামপুর পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিরামপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর মকছেদ আলী, সেক্রেটারী আবু হানিফ সহবিরামপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনতা ও মান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করে  অনুষ্ঠানের প্রধান অতিথি  সাংবাদিকদের দূর্নীতবাজ, চাঁদাবাজ, জুলুমবাজসহ সকল প্রকার অন্যায় ও অবিচারের   বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহবান জানান। সেই  সাথে তিনি আসন্ন শারদীয় দূর্গাউৎসবে সনাতন ধর্মীয় ভাব-গাম্ভীর্য রক্ষায় সুষ্ঠুভাবে পালনের সহায়তা করার আহবান জানান।।
আরো..