https://www.a1news24.com
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৪০

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের চায়না অফিস মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ট্রাকচালক শাহীন জেলার পার্বতীপুরের দুর্গাপুর তালেবর পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বিরামপুর চায়না অফিস মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় আলুুবোঝাই একটি ট্রাক। এতে আলুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকচালক শাহীন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শাহীনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুব্রত কুমার সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

আরো..