জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুরে ডিএসবি পুলিশ পরিচয়দানকারী এক ভুয়া পুলিশ আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার বিরামপুর থানা সূত্রে জানা যায়, (২৭ ডিসেম্বর) দুপুর ১-৩০ ঘটিকার সময় উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিন শাহবাজপুরের মনছুরের ছেলে বকুল মিয়ার বাড়িতে দিনাজপুর জেলার পাচকোড় গ্রামের আমির উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩৫) উপস্থিত হয়ে বলে যে আপনার ছেলের পুলিশের চাকুরি হয়েছে আমি ডিএসবি পুলিশ রুপে তদন্ত করার জন্য এসেছি। এ সময় বকুল মিয়ার পিতা মনসুরের নিকট অর্থের দাবি করেন।
একপর্যায়ে মনসুর আলী অর্থ দিতে অস্বীকার করেন।ঘটনাস্থলে তার পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে হুমকি ধামকি প্রদান করতে থাকেন। এমন সময় মানুষজন জড়ো হতে থাকলে ওমর ফারুক হঠাৎ করে দৌড় দিয়ে পালাইয়া যায়। এলাকার উৎসুক জনতা তাকে ধরে ফেলে ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারন করে অর্থ দাবির অপরাধে আটক করে। বিরামপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। যার নং ১৫ তারিখ ২৭/১২/২৪ইং#