জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামে আমন ধানের ক্ষেত থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে থানা পুলিশ এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে।
থানার পুলিশ জানায়, হাতে শাঁখা, গোলাপী মেক্সি ও লাল পাজামা পরিহিত ৩০-৩৫ বছর বয়সী এক নারীর মৃত দেহ চুরকুই-রতনপুর কাঁচা রাস্তার পাশে আমন ধানের খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের নবাগত পুলিশ সুপার পিটিএম-সেবা পদকপ্রাপ্ত নাজমুল হাসান ।