জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি : ২৪ মার্চ (সোমবার) দুপুরে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পর্যায়ে সফল জননী মেরিনা বেশরা সংবধিত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নুজহাত তাসনীম আওন ও বিরামপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোরশেদ মানিক তাকে ফুলেল শুভেচ্ছা সহ উপহার হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সফল জননী মেরিনা বেশরা বলেন, আগে স্বামী-স্ত্রী দিনমজুরী করে বহু কষ্টে ৩ সন্তানকে বড় করেছেন। আজ তারা সকলেই প্রতিষ্ঠিত, এখন আর কোন কষ্ট নেই। ছেলে-বৌমারা কাজ করতে দেয়না, এখন সমাজে ভাল কাজ করার চেষ্টা করছি। তার সুখের মধ্যে জাতীয় পর্যায়ে সফল জননীর স্বীকৃতি আরও উৎসাহিত করেছেন, এর পেছনে যাদের অবদান রয়েছে প্রধান উপদেষ্টাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বড় ছেলে বিজিবির হাবিলদার মাবিয়াস মুরমু তার মাকে জাতীয় পর্যায়ে সেরা মায়ের মর্যদা দেওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, জাতীয় পর্যায়ে মেরিনা বেসরা সেরা মায়ের মর্যদা পাওয়ায় এটি বিরামপুরেরও গর্বের বিষয়।
বিনাইল ইউপি চেয়ারম্যান হুমাযুন কবীর বলেন, জাতীয় পর্যায়ে মেরিনা বেসরা সেরা মায়ের মর্যাদা পাওয়ায় এটি বিনাইল ইউনিয়নবাসীরও গর্বের বিষয়।
বিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান বলেন, মেরিনা বেসরা আন্টি আমাদের তথা বিরামপুরকে গর্বিত করেছেন। বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক সম্মননা উপহার প্রদানকালে বলেন, জাতীয় পর্যায়ে মেরিনা বেসরা সেরা মায়ের মর্যদা পাওয়ায় এটি বিরামপুরের সকল গনমাধ্যম কর্মীদেরও গর্বের বিষয়।
উল্লেখ্য, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে সফল জননী ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছিলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা গ্রামের মেরিনা বেসরা। এই রত্নগর্ভা মায়ের ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে শ্যামুয়েল মুরমু পররাষ্ট্র মন্ত্রালয়ের ৩৩ তম বিসিএস ক্যাডার, তিনি বর্তমানে চীনে বাংলাদেশ দূতাবাসে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত। মেজো ছেলে মানুজেল মুরমু ঢাকায় একটি এনার্জি কোম্পানীর পদস্থ কর্মকর্তা। বড় ছেলে মাথিয়াস মুরমু বিজিবি হাবিলদার পদে কর্মরত।