জাহিনুর ইসলাম বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুরে জুলাই -আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার উপজেলা অডিটোরিয়ামে নির্বাহি কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে বিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় বসবাস করা অবস্হায় ৫ আগস্ট আন্দোলনে আহত এবং শহিদদের পরিবার বর্গের সদস্যরা উপস্থিত থেকে তাদের জীবনের দুর্বিসহ কাহিনীর হৃদয় বিদারক বর্ণনা করেন। তাদের বর্ণনার প্রেক্ষিতে উপস্থিত সুধীবৃন্দরা তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এসময় উপজেলার সহকারে কমিশনার নাজিয়া নওরিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, ছাত্র-জনতা আন্দোলনের সম্মুখ যোদ্ধা তন্ময়, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক, বিরামপুর কলেজ বাজার প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল, সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার আঃ সালাম।