জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাইসাইকেল ও ২৯১ জনের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ) বিকেলে ইউএনও নুসরাত তাসনীম আওনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা হয়েছে।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল , মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল চৌধূরী , প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক সামিউল ইসলাম।
ইউএনও অফিসের প্রধান সহকারী মকলেছার রহমান জানান, অনুষ্ঠানে ৪১টি বাইকেল বিবতরন করা হয়েছে। এ ছাড়াও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৬০ জনকে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৮৬ জনকে এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ৪৫ জনকে শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়েছে।