জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় বিরামপুর সরকারী কলেজ অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় ৩ জন শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। প্রধান অতিথির বক্তব্যে বলেন অতীতের সরকারের মতো চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখল বাজি,ও অন্যায় অত্যাচার করলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। হিন্দু-মুসলিম বলে কোন কথা নয়,আমরা বাংলাদেশের নাগরিক সকলের অধিকার সমান।
জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, মাওলানা আবুল কাসেম, সুলতানুল আলম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা দক্ষিণ সভাপতি আব্দুল কাইয়ুম, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন, মাওলানা আশরাফুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য আব্দুল মালেক, আসাদুজ্জামান সুজন ও ফরিদুল ইসলাম প্রমুখ।