অনলাইন ডেস্ক: বলিউডের কিংবদন্তী সংগীত শিল্পী অলকা ইয়াগনিক বিরল সংবেদনশীল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি কানে শুনতে পাচ্ছেন না।নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া এক পোস্টে এ অসুস্থতার কথা জানান অলকা ইয়াগনিক।
তিনি জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ তিনি অনুভব করেন যে কানে তিনি কিছু শুনতে পাচ্ছেন না। এটি আকস্মিক ও বড় ধাক্কা, যা অজান্তেই শরীরকে গ্রাস করেছে।
পোস্টে অলকা ইয়াগনিক ভক্ত ও সহকর্মীদের উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার আহ্বান জানান। সতর্কতার সাথে হেডফোন ব্যবহার করার কথাও বলেন।
চার দশকের ক্যারিয়ারে এক হাজারে বেশি সিনেমায় কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। ভিন্ন ভিন্ন ভাষায় মোট ২১ হাজারেরও বেশী গান গেয়েছেন।এক দো তিন, অ্যায় মেরে হাম সফর, চুরাকে দিল মেরা, দিলবার দিলবার, কাহো না পেয়ার হ্যায়, লাল দোপাট্টা, দিল লাগা লিয়াসহ তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।