জাহিনুর ইসলাম, (বিরামপুর) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে আদিবাসীদের এক বিয়ের অনুষ্ঠানে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় ডুবে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলা কুশদহ ইউনিয়নের মাল ভবানী টাটক পাড়া গ্রামের একটি কুপ থেকে তাদের দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মধ্যে এক জনের নাম আব্দুর সাত্তার (৫৫)।তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে। অন্যজন, রংপুর মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী শারতী পাহান (৬০)। স্থানীয় আফতাব গঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ে অনুষ্ঠানের পাশের বাড়ির খুলির ধারে সোমবার রাতের অন্ধকারে ওই দুজন মদ্যপান করেন। পাশের বাড়িতে থাকা এক নারী তাদের কুয়ায় পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন কিন্তু গ্রামবাসী এসে তাদেরকে উদ্ধার করতে পারেনি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ওই দুজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মৃত ওই আদিবাসী নারী গ্রামে গ্রামে ভিক্ষা করতেন। দিন শেষে যা উপার্জন হত তাই দিয়ে বাংলা মদ্যপান করেন। এ ছাড়া নিহত সাত্তার মুসলিম ধর্মের মানুষ হলেও নিয়মিত মদ্যপান করতেন।
আফতাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক জানান, ধারণা করা হচ্ছে, তারা দুই জনেই মদ্যপান করে নেশাগ্রস্থ অবস্থায় কুয়ায় পড়ে মারা গেছেন। উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।