https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৯

বিপ্লব কুমার সরকার পালানোর অডিও রেকর্ড ভাইরাল, এলাকায় তোলপাড়!

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার পালিয়ে গেছে এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান আমরা বিষয়টি শুনেছি দহগ্রাম সীমান্ত দিয়ে পার হয়েছে কি না নিশ্চিত না, তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

অডিওটিতে শোনা যায়, দের লক্ষ টাকার বিনিময়ে বিপ্লব কুমারকে সীমান্ত পার করে দেয় শুভ নামের এক যুবক। শুভ দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা। এর আগে পঙ্কজ নামে এক ব্র্যাক ব্যাংক কর্মকর্তার বাসায় অবস্থান করেছিন।

আরো..