https://www.a1news24.com
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২০

বিপিএলে ফিক্সিং অভিযোগে তিন সদস্যের ‘স্বাধীন তদন্ত কমিটি’ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: ফিক্সিং ইস্যুতে তোলপাড় বিপিএল। গত কয়েকদিনে বাংলাদেশের গণমাধ্যম ছেয়ে গেছে একের পর ফিক্সিংয়ের খবরে। আলাদা করে আটটি ম্যাচের দিকে গেছে অ্যান্টি করাপশন ইউনিটের সন্দেহের তীর। ফিক্সিংয়ের সেসব অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে বিসিবি।

আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে আহবায়ক করে কমিটি করেছে বোর্ড। সদস্য হিসেবে আছেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী।

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু) বাংলাদেশ ক্রিকেটের সততা সম্পর্কিত সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়গুলো পরিচালনা করছে। এরই অংশ হিসেবে, দুর্নীতিবিরোধী ইউনিট এর তদন্ত কার্যক্রমে সহায়তা করবে স্বাধীন তদন্ত কমিটি।

এর আগে গত শনিবার ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে মুখ খোলে বিসিবি। বিবৃতিতে জানায়, ‘বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনে অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।’

আরো..