https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০

বিক্ষোভ ঠেকাতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফিলিস্তিনপন্থীদের হটাতে তৎপর হয়েছে পুলিশ। বুধবার (১ মে) ইউনিভার্সিটি অব টেক্সাসে অভিযান চালানো হয়। এমনটা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। তাবু তুলে শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়। এরইমধ্যে চলছে প্রতিবাদ-স্লোগান। উত্তপ্ত ইউনিভার্সিটি অব উইসকনসিনও। বিক্ষোভকারীদের হটাতে রাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা বাহিনী। আটক হন বেশ কয়েকজন। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়েও চলছে ধরপাকড়।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ৩ শতাধিক মানুষকে আটক করা হয়। তাদের মূল দাবি, গাজায় আগ্রাসন বন্ধ আর গবেষণা প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ বাতিল। গত দুসপ্তাহ ধরেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোয় চলছে বিক্ষোভ।

আরো..