জাহিনুর ইসলাম বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসাস (বিওয়াইএফসি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বুধবার ৩০ অক্টোবর দুপুরে হাবিবপুর উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বিতর্কের বিষয় ছিল ”আইন নয় সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে”। অংশগ্রহণ করেন গঙ্গাপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব ও হাবিবপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য ও বিরামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক,বিওয়াইএফসির আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অশিত চৌকিদার, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেমন্ত বিশ্বাস প্রমূখ।বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিতর্ক খণ্ডে হাবিবপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব জয় লাভ করে। এ সময় উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।