https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৭

বালাপাড়া ইউপি চেয়ারম্যানের পিতা সাহেদ আলী মন্ডল চলে গেলেন না ফেরার দেশে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার আলীর পিতা সাহাবাজ গ্রামের বাসিন্দা আলহাজ¦ শাহেদ আলী মন্ডল বুধবার সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালি…… রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুধী, এলাকাবাসীসহ শতশত মানুষ অংশ গ্রহন করে। মৃত্যু কালে ৫ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক,শহীদবাগ ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানেিয়ছেন।

আরো..